মন্তব্য
কফিশপে কাজ করার সময় সেখানে টেবিলে টেবিলে ধোঁয়া ওঠা কফিমগ ঘিরে শুনতেন ছবি নিয়ে আলোচনা। আজ তিনি নিজেই অভিনয় করেন ছবিতে।
ভরসোভার এক নিম্নবিত্ত পরিবারে বড় হয়ে ওঠেন বিক্রান্ত এবং তার দাদা। তাদের বাবা জলি ছিলেন সাধারণ চাকুরে। মা মীনা ব্যস্ত থাকতেন ঘর সংসারেই।
এক সাক্ষাৎকারে বিক্রান্ত বলেছিলেন, তাদের বাবার বেতনের বেশির ভাগ অংশ শেষ হয়ে যেত মাসের মাঝামাঝিই। তার পর সংসার চলত টেনে টুনে।
দশম শ্রেণিতে ওঠার পর সংসারের হাল ধরতে স্থানীয় এক কফিশপে চাকরি নেন বিক্রান্ত। সেখানে তিনি কফি তৈরি, কফি সার্ভ করা থেকে শুরু করা টেবিল পরিষ্কারও করতেন।
আনন্দবাজার পত্রিকা