মন্তব্য
শিক্ষার্থী আনুশকার ঘটনা হতবাক করে দিয়েছে চিত্রনায়িকা অর্চিতা স্পর্শিয়াকে।
তিনি বলেন, ‘আসলে এটা ভাবতেই খারাপ লাগছে। কী ভাবব, বুঝতে পারছি না। দিনে দিনে দেশের যত উন্নতি হচ্ছে, তার সঙ্গে মানুষ হিসেবে আমাদের কোনো উন্নতি হচ্ছে না। সময়ের সঙ্গে আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের মানসিকতা পিছিয়ে যাচ্ছে। দেশে সেক্স এডুকেশন চালু করা উচিত। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সেক্স এডুকেশন প্রভাইড করা উচিত।’
স্পর্শিয়া মনে করেন, যত দিন যৌনতা নিয়ে ট্যাবু না ভাঙবে তত দিন সেক্সুয়াল ক্রাইম হতে থাকবে। ধর্ষকদের জন্য মৃত্যু অনেক ছোট শাস্তি। যদি এর ওপরে কিছু থাকে তাহলে সেটিই হবে তাদের জন্য সর্বোচ্চ শাস্তি।