মারা গেছেন ২৫ করোনা রোগী। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৭১ জনের।এই রোগ থেকে সুস্থ হয়েছেন ৭৩৭ জন। আগের ২৪ ঘণ্টায় দেশের করোনা পরিস্থিতি সম্পর্কে রোববার (১০ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত করোনা আক্রান্ত সাত হাজার ৭৮১ জন মারা গেছেন। করোনা শনাক্ত হয় পাঁচ লাখ ২২ হাজার ৪৫৩ জনের। সুস্থ হয়েছেন চার লাখ ৬৬ হাজার ৮০১ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৩৩ লাখ ৫৭ হাজার ৩১৯টি। শনাক্তের হার ১৫ দশমিক ৫৬।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৯৭৯টি। পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৯২০টি নমুনা। ৮ দশমিক ২৯ শতাংশ নুমনায় করোনা হয়েছে। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৭ জন, নারী আট জন। এরা সবাই হাসপাতালে মারা গেছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, ময়মনসিংহ বিভাগে চার জন আর চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে রয়েছেন।
এমআই