যে কোনও সময় বিএনপি সংগঠন ভেঙে পড়তে পারে বলে মনে করেন জাতীয় পার্টি (জাপা)’র চেয়ারম্যান জি এম কাদের। রোববার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীতে দলের এক সভায় এই মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন জাপার অতিরিক্ত মহাসচিব ও নারায়ণগঞ্জের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
জি এম কাদের বলেন, মানুষ বিকল্প চায়। দুই দলের (আওয়ামী লীগ ও বিএনপি) বাইরে জাতীয় পার্টির সেই সম্ভাবনা আছে। তিনি জানান, বিএনপির শীর্ষ নেতৃত্ব শূন্য। তাদের শীর্ষ নেত্রী মুচলেকা দিয়ে রাজনীতি থেকে দূরে ঘরে বসে আছেন। এরপরে যিনি তিনি কনভিক্টেড, বিদেশে আছেন। এর নিচে যে নেতৃত্ব আছে, তাদের অবস্থা ভালো নয়। অন্যদিকে, আওয়ামী লীগ কেন্দ্রীয় নেতৃত্ব নিয়ে আছে। উনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) যতটুকু, দল ততটুকু। নিচে কেউ নেই। উনার দলের সাবেক মেয়র বলেন বর্তমান মেয়র উপযুক্ত নন। দলের শীর্ষ নেতার ভাই বলেন পালানোর পথ খুঁজে পাবেন না। শীর্ষ নেতৃত্ব যতদিন, ততদিন ঠিক। এর বাইরে তাদের অবস্থা ঠুনকো।
এমআই