নৌপথে  চাঁদাবাজি বন্ধের দাবি

১১ জানুয়ারী ২০২১

নৌ-যান ব্যবসা সমৃদ্ধ করতে নৌপথে চাঁদাবাজি বন্ধ করাসহ ছয় দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নৌ-যান ব্যবসা সমৃদ্ধি ঐক্য পরিষদের নেতারা। রোববার (১০ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এই সম্মেলন হয়।

সংগঠনের দাবি- নৌ-পুলিশ, কোস্টগার্ড, বিআইডব্লিউটিএ ও সমুদ্র পরিবহন অধিদফতর এই চাঁদাবাজি করছে। দাবিগুলো পূরণে তিন মাসের সময় বেঁধে দেওয়া হয়েছে, না হলে কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।

বাকি দাবিগুলো হচ্ছে— চট্টগ্রাম  ও মংলা বন্দরে ব্লাকহেড চলাচল বন্ধ করা, বিআইডব্লিউটিসি'র বাইরে সিরিয়াল ছাড়া জাহাজ চলাচল বন্ধ করা, জাহাজে একাধিক মাস্টার ও ড্রাইভার প্রথা বাতিল করা, ৫০ মিটার ঊর্ধ্ব জাহাজের নির্মাণের সময়  থেকে জাহাজ সচল থাকা অবস্থা পর্যন্ত বে-ক্রসিং প্রদান করা, সিলেট, সুনামগঞ্জ, নগরবাড়ী ও খুলনা নোয়াপাড়া রুটে নদী ড্রেজিং করা।

এমআই


মন্তব্য
জেলার খবর