মন্তব্য
দুই বছরের মধ্যে রোববার (১০ জানুয়ারি) সর্বোচ্চ বায়ুদূষণ ঘটে ঢাকায়। বেলা ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত দূষণের মানমাত্রা উঠেছিল ৫০২। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাই বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার ভিজ্যুয়াল’র বায়ুমান সূচক (একিউআই) বলছে এই কথা। এর আগে সর্বশেষ মানমাত্রা ৪৩০ উঠেছিল ২০২০ সালের ৬ ডিসেম্বর।
ছয় ধরনের পদার্থ এবং গ্যাসের কারণে ঢাকায় দূষণের মাত্রা সম্প্রতি অনেক বেড়েছে। এর মধ্যে ক্ষুদ্রাতিক্ষুদ্র ধূলিকণার কারণে পরিস্থিতি নাজুক হয়ে উঠছে। বায়ুদষণের এই পরিস্থিতিকে দুর্যোগপূর্ণ বলে মনে করেন বায়ু বিশেষজ্ঞরা। এখনই দূষণ কমাতে পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে, অভিমত তাদের।
এমআই