মন্তব্য
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসন প্রস্তাব উত্থাপন করা হয়েছে। সোমবার ডেমোক্র্যাট শিবির এ প্রস্তাব উত্থাপন করে। এতে ট্রাম্পের বিরুদ্ধে ‘বিশৃঙ্খলায় উসকানির’ অভিযোগ আনা হয়েছে।
এ প্রস্তাবের ওপর কংগ্রেসে বুধবার ভোট হতে পারে। এর মধ্য দিয়ে ট্রাম্প হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট, যিনি দুইবার অভিশংসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন।
মেয়াদ শেষের আগেই ট্রাম্পকে সরাতে গতকাল ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানান আইনপ্রণেতারা। কিন্তু তাঁদের সে উদ্যোগে বাদ সাধেন রিপাবলিকানরা। এরপরই ট্রাম্পকে অভিশংসন করার পথ বেছে নেন ডেমোক্র্যাটরা।
বিবিসি ও এএফপি