আব্বার চরিত্রটা ভালোভাবে করো : শুভকে প্রধানমন্ত্রী

১২ জানুয়ারী ২০২১

নির্মিত হচ্ছে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে নিয়ে বায়োপিক ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং করতে আগামী ১৯ জানুয়ারি মুম্বাই যাবেন চলচ্চিত্রটির শিল্পীদের একটি অংশ। আর ফেব্রুয়ারিতে যাবেন আরো কয়েকজন। সেই যাত্রার আগে বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার দোয়া ও শুভেচ্ছা নিয়েছেন কয়েকজন তারকা। 

আরিফিন শুভ বলেন, 'ছবিটির শুটিং শুরুর আগে বঙ্গবন্ধুকন্যা হিসেবে দুই আপা আমাদের ডেকেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিসেবে নয়, বঙ্গবন্ধুকন্যা হিসেবে শেখ হাসিনা আমাদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। তাঁর বাবা সম্পর্কে বলেছেন। আমরা বেশ কয়েক ঘণ্টা সেখানে ছিলাম। শেখ রেহানা আপাও ছিলেন। সেখান থেকে আসার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বললেন, শুভ, আমার আব্বার চরিত্রটা ভালোভাবে কোরো।'


মন্তব্য
জেলার খবর