মন্তব্য
মার্কিন ফার্স্ট মেলানিয়া ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে অরাজকতার নিন্দা জানিয়ে হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত চিঠিতে মেলানিয়া লেখেন, ‘আমাদের ক্যাপিটলে যে সহিংসতা, তার নিন্দা জানাই। হানাহানি কখনোই গ্রহণযোগ্য নয়। গত সপ্তাহে যা ঘটেছে, তাতে আমি হতাশ। ওই ঘটনায় আমার হৃদয় ভেঙে গেছে।’
মেলানিয়া লেখেন, ‘এমন হৃদয়বিদারক ঘটনার মধ্যেও আমাকে নিয়ে কুরুচিপূর্ণ জল্পনা, লাগামহীন ব্যক্তি আক্রমণ এবং ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক কথাবার্তা ছড়ানো হয়েছে। এগুলো উদ্দেশ্য প্রণোদিত। যারা আলোচনায় থাকতে চায় এবং নিজেদের একটা উদ্দেশ্য আছে, তারাই এমন কাজ করেছে। অথচ দেশ ও দেশের মানুষদের শুশ্রূষার এটাই সময়। এই সময়কে ব্যক্তিগত লাভের জন্য কাজে লাগানো উচিত নয়।’