বিশ্বে প্রথম জিরো কার্বন সিটি!

১২ জানুয়ারী ২০২১

২০২৫ সাল নাগাদ সৌদি আরবের নিওম শহরে তৈরি হবে ১৭০ বর্গকিলোমিটার আয়তনের ‘জিরো কার্বন সিটি’। মানব ইতিহাসে এই প্রথম নির্মিত হতে যাচ্ছে কার্বন নিঃসরণ মুক্ত শহর। 'দ্য লাইন' প্রকল্পের কাজ শুরু হবে ২০২১ সালের প্রথমার্ধেই এবং ২০২৫ সাল নাগাদ কাজ শেষ হবে বলে জানিয়েছেন সৌদি রাজপুত্র।

লোহিত সাগরের তীরে গড়ে উঠবে ‘জিরো কার্বন সিটি’। যেখানে থাকবে না কোনো গাড়ি ও রাস্তা, কারখানা থেকে নিঃসরিত হবে না কোনো কার্বন। শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসাকেন্দ্র, বিনোদন ব্যবস্থা, সবুজে ঘেরা খোলামেলা পরিবেশ সবই থাকবে ৫ মিনিটের হাঁটার দূরত্বের মধ্যেই।

২৬ হাজার ৫শ’ বর্গ কিলোমিটার আয়তনের নিওম শহরে প্রাধান্য দেওয়া হবে কৃত্তিম বুদ্ধিমত্তাকে। এখানে প্রায় ১০ লাখ মানুষের আবাসন ব্যবস্থার পাশাপাশি প্রাথমিকভাবে ৩ লাখ ৮০ হাজার কর্মসংস্থানের সুযোগ হবে।


মন্তব্য
জেলার খবর