অভিনন্দন বিরাট-আনুশকা: বিপাশা বসু

১২ জানুয়ারী ২০২১

রাজকন্যা জন্ম নিলো বিরাট-আনুশকার ঘরে। সোমবার  বিকেলে মুম্বাইয়ে কন্যা সন্তান জন্ম দিয়েছেন আনুশকা।

বিরুশকাকে শুভেচ্ছা জানিয়েছে অভিনেত্রী রাকুল প্রীত লিখেছেন, ‘ও মাই গড! অভিনন্দন দুজনকেই। জীবন আরো সুন্দর হোক। সবার জন্য ভালোবাসা।’

জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘হৃদয় থেকে অভিনন্দন বিরাট-আনুশকা দম্পতির জন্য। সৃষ্টিকর্তা পরিবারের সৌন্দর্য্য আরো বর্ধিত করুক।’

এদিকে তাদের শুভেচ্ছা জানাতে ভোলেননি বিপাশা বসু। লিখেছেন, ‘অভিনন্দন বিরাট-আনুশকা। সৃষ্টিকর্তা নবজাতিকার সহায় হোন। আনন্দে ভরে যাক তাদের জীবন। এই প্রত্যাশা সবসময়।’

আনুশকা-বিরাটের কন্যা সন্তানকে স্বাগত জানিয়ে নেহা ধুপিয়া লিখেছেন, ‘অভিনন্দন। স্বাগত বিরাট-আনুশকার জীবনের শ্রেষ্ঠ সময় উপহার দেওয়ার জন্য।’


মন্তব্য
জেলার খবর