মন্তব্য
দেশীয় একটি গণমাধ্যমে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন শোবিজের পরিচিত মুখ শবনম ফারিয়া। সাবেক স্বামী প্রসঙ্গে কথা বলেছেন খোলামেলা।
অপুর সঙ্গে যোগাযোগ হয়? এমন প্রশ্নের উত্তরে ফারিয়া জানান, অপু এবং ফারিয়া একই মাধ্যমে কাজ করেন। এছাড়া তাদের বাসাও একই এলাকায়, একই গলিতে। কারণে-অকারণে তাদের দেখা হবেই। দেখা হলে কথা বলবেন অপুর সঙ্গে, কিন্তু এখনো দেখা হয়নি।
নতুন করে নিজের কথা ভাবছেন? এমন প্রশ্নে ফারিয়ার উত্তর, ‘এত তাড়াতাড়ি না, আরও পরে ভাবব। পারিবারিক কারণে বিয়েটা তাড়াহুড়ো করে করতে হয়েছিল। সেই ভুল এবার আর করব না। বিয়ে তো আর বারবার করা যাবে না। তাই এবার বুঝেশুনে বিয়ের সিদ্ধান্ত নিতে হবে।’