আমার মায়ের রোমান্টিক পার্টটা তুমি করছো: দীঘিকে প্রধানমন্ত্রী

১২ জানুয়ারী ২০২১

প্রধানমন্ত্রীর সঙ্গে দীঘির কী কী কথা হলো? জানার আগ্রহে মিলেছে উত্তর। দীঘি গণমাধ্যমকে জানিয়েছেন, একেবারে সাধারণ মানুষ হয়ে আমাদের সঙ্গে মিশেছেন তিনি।

দীঘির কাছে প্রধানমন্ত্রী জানতে চান তিনি কোন চরিত্রটিতে অভিনয় করছেন। দীঘি উত্তরে বলেন, আপনার মায়ের ইয়াং পার্ট। এমনটা শুনে প্রধানমন্ত্রী বলে উঠেন, ‘ও বাবা, তুমি তাহলে আমার মায়ের অনেক রোমান্টিক পার্টটা করছো। আমার মা কিন্তু বেশ রোমান্টিক ছিলেন। চরিত্রটা ভালো করে করো।’  


মন্তব্য
জেলার খবর