মাশরাফীকে বিসিবি’র দায়িত্বে দেখতে চান সুমনা

১২ জানুয়ারী ২০২১

 মাশরাফী বিন মোর্ত্তজার পত্নী সুমনা হক সুমি তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন- ‘এই যুদ্ধের তুমি সৈনিক, তুমি সেনাপতি, তুমিই রাজা। শুধুমাত্র সৈনিক ভাবাটা বোকামি, ভুলটা তাদেরই’।

মাশরাফী তার স্ত্রীর পোস্টের কমেন্টে লিখেন- ‘আমি কি বলবো বুঝতে পারছি না। মানসিক শক্তি হয়তো তিন গুণ হলো। তবে হাঁ যুদ্ধ কখন শুরু হবে আর শেষ কোথায় সে সিদ্ধান্ত একমাত্র আমিই নিব’।


মন্তব্য
জেলার খবর