রাশিয়ায় বিশ্ব ভলিবল চ্যাম্পিয়নশিপ বাতিল

০২ মার্চ ২০২২

পূর্ব নির্ধারিত বিশ্ব ভলিবল চ্যাম্পিয়নশিপ রাশিয়াতে অনুষ্ঠিত হচ্ছে না। এ বছর অগাস্ট ও সেপ্টেম্বরে এ ক্রীড়া অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অন্য কোনো দেশে এ প্রতিযোগিতা সরিয়ে নেওয়া হবে।

 

আন্তর্জাতিক ভলিবল ফেডারেশনের (এফআইভিবি) মঙ্গলবার তাদের এক বিবৃতিতে জানিয়েছে ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রাশিয়া এখন এ প্রতিযোগিতা আয়োজন করতে পারবে না।

 

এফআইভিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘ইউক্রেনে সামরিক হামলার পর উদ্ভূত পরিস্থিতি ও ইউেক্রনের জনসাধারণের নিরাপত্তা নিয়ে এফআইভিবি উদ্বিগ্ন।’

 

একের পর এক আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে রাশিয়াকে বহিষ্কার করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, বিশ্ব ভলিবল ফেডারেশনের এ সিদ্ধান্ত তার সর্বশেষ।

 

এর আগে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক ফিফা ও ইউরোপীয় ফুটবল সংস্থা ইইএফআ রাশিয়ার সমস্ত ফুটবল ক্লাব ও রুশ জাতীয় ফুটবল দলকে সবধরণের প্রতিযোগিতা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করে।

 

তার অর্থ, সামনের মাসে রুশ ফুটবল দল বিশ্বকাপের প্লে-অফ ম্যাচগুলো খেলতে পারবেনা। এছাড়া. রুশ মহিলা ফুটবল দলও ইউরো ২০২২ ফুটবল প্রতিযোগিতায় নিষিদ্ধ থাকবে।


মন্তব্য
জেলার খবর