গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২২ জনের মৃত্যু হয়েছে।নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৮৪৯ জনের। রোগটি থেকে সুস্থ হয়েছেন ৯১৭ জন।সোমবার (১১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত ৭ হাজার ৮০৩ জন করোনা রোগী মারা গেছেন। ৫ লাখ ২৩ হাজার ৩০২ জনের রোগটি শনাক্ত হয়ে। করোনায় আক্রান্ত হওয়ার পরে সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৭ হাজার ৭১৮ জন। ৩৩ লাখ ৭১ হাজার ৪১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ১৫ দশমিক ৫২ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ১৮১টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৯৭টি। শনাক্তের হার ৬ দশমিক ০২।মৃতদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ৭ জন নারী। ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ২ জন এবং রাজশাহী ও সিলেট বিভাগে একজন করে রয়েছেন। হাসপাতালে ২১ জন এবং বাড়িতে একজন মারা গেছেন ।
এমআই