কমতে পারে তাপমাত্রা

১২ জানুয়ারী ২০২১

গত কয়েক দিন কিছুটা গরম থাকলেও মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত থেকে তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।মধ্য জানুয়ারিতে একটি মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। পূর্বাভাসে এই কথা বলছে আবহাওয়া অধিদফতর সংশ্লিষ্টরা।

তাপমাত্রা কমার মধ্য দিয়ে ১৩/১৪ জানুয়ারি থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। মাঝারি ধরনের এই শৈত্যপ্রবাহ উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর বেশি প্রভাব ফেলতে পারে। সোমবার (১১ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১৮ দশমিক ৩, ময়মনসিংহে ১৫ দশমিক ৭, চট্টগ্রামে ১৯, সিলেটে ১৬ দশমিক ৩, রাজশাহীতে ১৫ দশমিক ১, রংপুরে ১৫, খুলনায় ১৯ দশমিক ৫ এবং বরিশালে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এমআই


মন্তব্য
জেলার খবর