নিকের ভালো লাগা, মন্দ লাগা সবকিছুই আমার জানা: প্রিয়াঙ্কা

১২ জানুয়ারী ২০২১

বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস বেশ ভালোই আছেন।  যুক্তরাষ্ট্রের একটি বিনোদনভিত্তিক ম্যাগাজিনে সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা কথা বলেন তার বৈবাহিক জীবনের নানা দিক নিয়ে।

ভারতীয় সংস্কৃতির সঙ্গে নিকের মিলেমিশে একাকার হয়ে যাওয়া প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানান, ‘নিকের সঙ্গে ভারতের সম্পর্ক অনেকটা মাছ এবং পানির মতো। সে ভারতকে ভালোবাসে। আমাকেও একজন ভারতের সাধারণ মানুষের মতোই দেখে।

আমি দীর্ঘদিন ধরেই তাকে চিনি। নিকের ভালো লাগা, মন্দ লাগা সবকিছুই আমার জানা। নিক নিজেও আমাকে খুব ভালোভাবে জানে। নিকের ভালো লাগা খুঁজে বের করা কঠিন কিছু নয়। তাই বয়সের এই পার্থক্যটাও আমাদের সম্পর্কে কোন সমস্যা হয়নি।’

 


মন্তব্য
জেলার খবর