ববিতা-বিবেকের ঘরে নতুন অতিথি

১৩ জানুয়ারী ২০২১

ভারতের বিখ্যাত রেসলার ও রাজনীতিক ববিতা ফোগাত এবং বিবেক সুহাগের ঘরে এসেছে নতুন অতিথি। সোমবার ববিতা ও বিবেক পুত্রসন্তানের মা-বাবা হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানিয়েছেন এ দম্পতি। সুপারস্টার আমির খান ‘দঙ্গল’ সিনেমায় ববিতার সংগ্রামী জীবন তুলে ধরেছিলেন।

ফেসবুকে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালে নবজাতক কোলে হাস্যোজ্জ্বল ববিতা ফোগাত ও তার স্বামী বিবেক।


মন্তব্য
জেলার খবর