তুরস্কের বিতর্কিত ধর্ম প্রচারক ও বিভিন্ন ধর্মীয় গ্রন্থের লেখক আদনান ওকতার ওরফে হারুন ইয়াহিয়া টিভিতে ধর্মীয় বিষয়ে বিতর্কিত বক্তব্য রাখতেন। বিভিন্ন টক শোতেও আলোচনা করতেন ‘ধর্মীয় মূল্যবোধ’ নিয়ে। তবে এসব আলোচনার ভেতরেই সেখানে উপস্থিত থাকতেন স্বল্পবসনা নারী। চড়া মেকাপে যারা তার সঙ্গে এসময় নাচতেনও। এই নারীদেরকেই তিনি তার পোষা ‘বিড়ালছানা’ বলেও পরিচয় দিতেন।
গত ২০১৮ সালে ফের তার নামে অপরাধমূলক সংগঠনের নেতৃত্ব দেওয়া, মহিলা ও শিশুদের যৌন নিপীড়ন, অস্ত্র দিয়ে মানুষকে হুমকি, ব্যক্তিগত তথ্য সংরক্ষণ, মানুষকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা, নির্যাতন, পাচার, সামরিক গুপ্তচরবৃত্তি, জালিয়াতি এবং প্রতারণার অভিযোগ ওঠে। যৌন অপরাধের শাস্তি হিসেবে তুরস্কের এক টেলিভিশন উপস্থাপককে ১০৭৫ বছরের বেশি জেল দেওয়া হয়েছে।
১৯৯০ সালে ওকতার প্রথমবারের মতো তার কাল্টসহ যৌন অপরাধের অভিযুক্ত হন। তিনি ডারউইনের বিবর্তনবাদের সূত্র তিরস্কার করে ৭৭০ পৃষ্ঠার একটি বই লিখেছেন। বইটির নাম ‘দি এটলাস অফ ক্রিয়েশন’। তবে বইটি তিনি হারুন 'ইয়াহইয়া' নামে লিখেছেন। পুলিশ তার আখড়া থেকে ৬৯ হাজার গর্ভনিরোধক পিল উদ্ধার করেছে। তবে তিনি দাবি করেছেন এগুলো চর্মরোগ মেয়েদের ঋতুঃস্রাব নিয়ন্ত্রণের কাজে আসে।
গার্ডিয়ান