ভোগের প্রচ্ছদে অন্যরকম কমলা হ্যারিস

১৩ জানুয়ারী ২০২১

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী, কৃষ্ণাঙ্গ ও আফ্রো-এশীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট হয়ে নজির গড়েছেন কমলা হ্যারিস। জনপ্রিয় লাইফস্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’-এর ফেব্রুয়ারি সংস্করণের প্রচ্ছদে তার ছবি নিয়ে সমালোচনা হচ্ছে। তার গায়ের রং ফর্সা দেখানো হয়েছে। পাশাপাশি তার পোশাক, স্টাইল ও ছবি তোলার ধরন নিয়েও হচ্ছে সমালোচনা।

রোববার টুইটারে কমলাকে নিয়ে তৈরি দুটি প্রচ্ছদ প্রকাশ করে ভোগ। প্রথম ছবিতে হ্যারিসকে দেখা গেছে, ভীষণ ‘ক্যাজুয়াল’ পোশাকে। এখানে তিনি কালো ট্রাউজার এবং জ্যাকেট পরে আছেন আর পায়ে সাদা-কালো স্নিকার্স।

সিএনএন  ও ডয়চে ভেলে


মন্তব্য
জেলার খবর