মন্তব্য
গত কয়েক দিনের যুদ্ধে রাশিয়ার পাঁচ হাজার ৭১০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। এক ভিডিও বার্তায় দেশটির সামরিক বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র জানিয়েছেন, দুই শতাধিক রুশ সেনাকে তারা বন্দি করে রেখেছেন।
তিনি আরও জানান, রাশিয়ার ১৯৮ ট্যাংক, ২৯টি বিমান, ৪৮৬টি সাঁজোয়া যান ও ২৯টি হেলিকপ্টার ধ্বংস করেছে ইউক্রেনের বাহিনী।
তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তাদের এ দাবি কতটা সঠিক তা তারা যাচাই করতে পারেনি।
সূত্র: বিবিসি