করোনা: ২৪ ঘণ্টায় ১৬ রোগীর মৃত্যু

১৩ জানুয়ারী ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে ১৬ জন করোনা রোগীর  মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষায় ৭১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। রোগটি থেকে সেরে ওঠেছেন ৯৬৩ জন। মঙ্গলবার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।    

সংবাদ বিজ্ঞপ্তিটিতে জানানো হয়, এখন পর্যন্ত  ৭ হাজার ৮১৯ জন করোনা রোগী মারা গেছেন।  ৫ লাখ ২৪ হাজার ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত ৪ লাখ ৬৮ হাজার ৬৮১ জন সুস্থ হয়েছেন। ৩৩ লাখ ৮৫ হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।  ১৫ দশমিক ৪৮ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৭৯১টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৩৬৩টি। ৫ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। মারা যাওয়াদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৬ জন নারী। বিভাগে অনুযায়ী ঢাকায়  ১০ জন, চট্টগ্রামে একজন, রাজশাহীতে একজন, খুলনায় একজন, সিলেটে দুজন এবং ময়মনসিংহে একজন মারা গেছেন। সবাই হাসপাতালে মারা গেছেন।

এমআই


মন্তব্য
জেলার খবর