ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ৬ লাখ ৬০ হাজার মানুষ আশপাশের দেশে নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে গেছেন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর।
সুইজারল্যান্ডের জেনেভায় ইউএনএইচসিআর মুখপাত্র শাবিয়া মান্তো এ তথ্য জানিয়েছেন।
বেলারুশ সীমান্তে সংকট সমাধানে ইউক্রেন-রাশিয়া বৈঠকে বসেছে। তবে মঙ্গলবারও খারকিভসহ বিভিন্ন এলাকায় রুশ বাহিনীর হামলা চালানো হয়েছে।
খারকিভে রুশ বাহিনীর চালানো এ বিমান হামলাকে যুদ্ধাপরাধ বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ‘খারকিভে কামানবাহী বিমান থেকে রাশিয়া নির্বিচার হামলা চালিয়েছে। শান্তিপূর্ণ এলাকা আর শান্তিকামী মানুষের ওপরে এমন হামলা পরিষ্কারভাবেই যুদ্ধাপরাধ। আর হাজারো প্রত্যক্ষদর্শী বলছে রাশিয়া মোটেও ভুল করে এ হামলা চালায়নি। রুশ সেনারা পরিষ্কার জানে তারা আসলে কোথায় কাদের ওপর হামলা চালাচ্ছে।’
এদিকে ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের বিষয়ে একটি তদন্ত শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌসুলি কারিম খান। তিনি বলেছেন, তার বিশ্বাস সেখানে মানবতার বিরুদ্ধে কোনো না কোনো অপরাধ ঘটে চলেছে।