মন্তব্য
যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ডোনাল্ড ট্রাম্পের উন্মত্ত সমর্থকদের নজিরবিহীন হামলার ন্যাক্কারজনক ঘটনায় জড়িত ছিল অনেক বড় বড় নাম, যেগুলো শুনলে হয়তো অনেকেরই চোখ কপালে উঠবে। তাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রের দুইবার অলিম্পিক সোনাজয়ী সাঁতারু ক্লেটে কেলার। তিনি কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপসের সাবেক সতীর্থও।
২০০৪ সালে এথেন্স এবং ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে যুক্তরাষ্ট্রের সোনাজয়ী রিলে দলে ছিলেন কেলার। ৪*২০০ মিটার রিলে’তে এই কীর্তি দেখান তিনি। এছাড়া ২০০০ সালে সিডনি অলিম্পিকে রুপা ও ব্রোঞ্জ এবং ২০০৪ এথেন্স অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন মার্কিন এই সাঁতারু।