রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক ১৯ জানুয়ারি

১৪ জানুয়ারী ২০২১

আগামী ১৯ জানুয়ারি ঢাকায় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মধ্যে বহুল প্রতীক্ষিত ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার লালমাটিয়ায় সূরের ধারা’র পৌষ উৎসবে যোগ দিয়ে সাংবাদিকদেরকে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

মন্ত্রী বলেন, ‘এবারের বৈঠকটি (ত্রিপক্ষীয়) হবে সচিব পর্যায়ের। আমরা আমাদের প্রত্যাশাকে অনেক উঁচুতে রেখেছি (ইতিবাচক ফলাফল সম্পর্কে)। ত্রিপক্ষীয় বৈঠকটি এই সপ্তাহে হওয়ার কথা ছিল। তবে এরই মধ্যে চীনা পররাষ্ট্রমন্ত্রীর মিয়ানমার সফরের কথা থাকায় বৈঠকটি পিছিয়ে ১৯ জানুয়ারি করা হয়েছে। চীন ও মিয়ানমার প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে বৈঠকের জন্য ঢাকায় অবস্থান করবেন।’

ড. মোমেন বলেন, এ পর্যন্ত বাংলাদেশ মিয়ানমার কর্তৃপক্ষের কাছে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ৮ লাখ ৪০ হাজার জনের বায়োমেট্রিক তথ্য হস্তান্তর করেছে। এর আগে আমরা প্রায় ৬ লাখ বায়োমেট্রিক ডাটা হস্তান্তর করেছি, গত পরশু আমরা তাদের ২ লাখ ৩০ হাজার রোহিঙ্গার বায়োমেট্রিক ডাটা সরবরাহ করেছি।’


মন্তব্য
জেলার খবর