উইঘুরদের ওপর চীন সরকারের আচরণের কড়া সমালোচনা

১৪ জানুয়ারী ২০২১

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বলেছেন, জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক প্রমাণ রয়েছে। তাদের ওপর নির্যাতনের চিত্র চরম যন্ত্রণাদায়ক। মানবাধিকার লঙ্ঘনের মধ্যে রয়েছে দশ মিলিয়ন উইঘুর মুসলমানকে বিচারবহির্ভূতভাবে আটক।

ডোমিনিক রাব আরো বলেন, দেশটির ‘আটক শিবির’, নির্বিচারে আটকে রাখা, রাজনৈতিক পুনঃশিক্ষা, জবরদস্ত শ্রম, নির্যাতন এবং জোরপূর্বক বন্ধ্যা করা- সব কিছুই ব্যাপকভাবে হচ্ছে। এটি সত্যই ভয়াবহ। বর্বরতার দিক থেকে আমরা অন্য যুগকেও হারাতে চেয়েছিলাম।

মন্ত্রীর মতে, সরকার বেইজিংয়ের বিরুদ্ধে একাধিক নতুন ব্যবস্থা বাস্তবায়ন করবে এবং যুক্তরাজ্যের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো জিনজিয়াং অঞ্চলের সাপ্লাই চেইনে অংশগ্রহণ না করার বিষয়টি নিশ্চিত করবে। 

এএনআই ও জিফাইভ


মন্তব্য
জেলার খবর