সম্প্রতি এক আলাপচারিতায় বার্সেলোনার সাবেক সভাপতি হুয়ান লাপোর্তা জানিয়েছেন, ক্রিস্টিয়ানো রোনালদোকে কেনার সহজ সুযোগ ছিল তাদের সামনে।
টুইটারে এক চ্যাট আলাপে লাপোর্তা বলেন, আমরা ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো আর রাফা মার্কেজের সঙ্গে চুক্তি করতে চাচ্ছিলাম। সে সময় রোনালদোর কথাও বলা হয় আমাদেরকে। সে তখন স্পোর্টিং সিপি (পর্তুগিজ ক্লাব) তে ছিল। তার একজন এজেন্ট আমাদেরকে জানায়, ম্যানচেস্টার ইউনাইটেডে তারা রোনালদোকে ১৯ মিলিয়নে বিক্রি করছে, তবে আমরা যদি কিনি সেক্ষেত্রে ১৭ মিলিয়ন দিলেই হবে।
লাপোর্তা আরো বলেন, আমরা ততদিনে রোনালদিনহোর পেছনে বিনিয়োগ করে ফেলেছি। ক্রিস্টিয়ানো আর রোনালদিনহো একই পজিশনে খেলতো সেসময়। আমরা ভাবলাম, এই পজিশনে তো আমাদের একজন হয়েই গেছে। তাই আমরা রোনালদোর প্রস্তাব ফিরিয়ে দিই। তবে এজন্য আমার কখনো অনুশোচনা হয় নি।