মন্তব্য
বুধবার (১৩ জানুয়ারি) থেকে দেশের উত্তরের বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। দেশের আরও এলাকায় বইতে পারে এই শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহ থাকাকালে তাপমাত্রা ৬ ডিগ্রি পর্যন্ত নামতে পারে। শৈত্যপ্রবাহ আগামী সপ্তাহের মাঝামাঝিতে গিয়ে কমে যাওয়ার সম্ভাবনা আছে।এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছীতে, ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শৈত্যপ্রবাহ শুরু হওয়া জেলা হচ্ছে- রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, সৈয়দপুর ও কুড়িগ্রাম। বুধবার বিভাগীয় শহর ঢাকায় ১৫ দশমিক ৬, ময়মনসিংহে ১২ দশমিক ২, চট্টগ্রামে ১২ দশমিক ৫, সিলেটে ১৫ দশমিক ৪, রাজশাহীতে ৯ দশমিক ৮, রংপুরে ১১ দশমিক ২, খুলনায় ১৬, বরিশালে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এমআই