মন্তব্য
জাতীয়ভাবে করোনার টিকাদান কার্যক্রমে সুষ্ঠু ব্যবস্থাপনা চেয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এজন্য সরকারের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় জেলা ও উপজেলার সরকারি হাসপাতালের মাধ্যমে নির্ধারিত মানুষের কাছে নির্বিঘ্নে টিকা পৌঁছাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।
বুধবার (১৩ জানুয়ারি) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করার সিদ্ধান্ত হয়। কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম. এ. মান্নান, মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম), হাফিজ আহমদ মজুমদার, বীরেন শিকদার, রওশন আরা মান্নান এবং আদিবা আনজুম মিতা অংশ নেন।
এমআই