নির্বাচনে অনিয়ম হচ্ছে না: সিইসি

১৪ জানুয়ারী ২০২১

বর্তমানে বাংলাদেশে কোনও নির্বাচনে অনিয়ম হচ্ছে না।বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় এবং আগামীতেও হবে।বুধবার  সাভার উপজেলা পরিষদ হলরুমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) কেএম নূরুল হুদা। আসন্ন সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় যোগ দিতে সেখানে যান সিইসি।

সব দল ও প্রার্থীকে কমিশনের ওপর আস্থা রাখার আহবান জানিয়ে কেএম নূরুল হুদা বলেন,  আমাদের ওপর আস্থা রাখুন। আমরা নিরপেক্ষ নির্বাচন করি, পরীক্ষা করে দেখুন, নির্বাচন নিরপেক্ষ হয়। তিনি জানান,বর্তমান নির্বাচন কমিশনের ওপর মানুষের আস্থা রয়েছে। এজন্য সব ভোটার ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে ভোট দিতে পারছে।  ইভিএমএ ভোট কারচুপি হয় না।

সিইসি বলেন,পৌরসভা নির্বাচনের আগে কোনো বহিরাগত মানুষ থাকতে পারবে না। নির্বাচনের পরিবেশ কেউ অশান্ত করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নূরুল হুদা বলেন,  শুধু আমাদের দেশে না, বিশ্বব্যাপী নির্বাচন পরিচালনার বিরুদ্ধে অবস্থান থাকেই।  এটাই কালচার। আওয়ামী লীগ যদি হেরে যেত, হয়তো তারাও গ্রহণ করতে চাইতো না।

এমআই


মন্তব্য
জেলার খবর