এক কোটিরও বেশি মানুষ ভ্যাকসিন নিয়েছে যুক্তরাষ্ট্রে

১৪ জানুয়ারী ২০২১

ভ্যাকসিন কারা আগে পাবেন সে বিষয়ে ট্রাম্প প্রশাসন মঙ্গলবার নতুন নির্দেশনা জারির পরের দিনই ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা ১ কোটি ২ লাখ স্পর্শ করল। আগের নির্দেশে শুধুমাত্র স্বাস্থ্যকর্মীদের প্রথমে ভ্যাকসিন দেয়ার নিয়ম থাকায় ভ্যাকসিন প্রদান কার্যক্রম ধীর গতিতে চলছিল। নতুন নির্দেশে ৬৫ বছরের বেশি প্রত্যেককে ভ্যাকসিন দিতে বলা হয়েছে।

স্বাস্থ্য ও মানব সেবা বিষয়ক মন্ত্রী অ্যালেক্স আজার মঙ্গলবার জানান, প্রশাসন দুটি অনুমোদিত ভ্যাকসিনের পূর্ণ মজুদ অবমুক্ত করতে যাচ্ছে। এর মধ্যে দ্বিতীয় ডোজের জন্য মজুদকৃত ভ্যাকসিনও রয়েছে। মডার্না ও ফাইজারের তৈরি তিন কোটি ভ্যাকসিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোতে বিতরণ করা হয়েছে। এর তিন ভাগের এক ভাগ এখন পর্যন্ত ব্যবহার করা হয়েছে।


মন্তব্য
জেলার খবর