সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে

০২ মার্চ ২০২২

মঙ্গলবার (১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে লেনদেন বেড়েছে। তবে দর কমেছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটের। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেনে উত্থানের সঙ্গে বেড়েছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর।  লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে দুই শেয়ারবাজারেই।

এদিনে ডিএসইতে ৩৭৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১৬৮টির এবং  বাকিগুলোর দর অপরিবর্তিত ছিল। তিনি সূচকের মধ্যে ডিএসইএক্স ১৪ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৭৫৩ দশমিক ৭৮ পয়েন্টে, ডিএসইএস  শূন্য দশমিক ২৪ পয়েন্ট  বেড়ে এক হাজার ৪৫৩ দশমিক ৭২ ও ডিএস৩০ সূচক ৭ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দুই হাজার ৪৮৯ দশমিক ৯৫ পয়েন্টে দাঁড়ায়। আগের কার্যদিবসের চেয়ে লেনদেন বেড়েছে ৬৮ কোটি ৮৯ লাখ টাকা।লেনদেন হয় ৭৯৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৩০ কোটি এক লাখ টাকার।

মঙ্গলবার লেনদেনের তালিকায় বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড টাকার অঙ্কে  শীর্ষে উঠে আসে, ১১৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। আর সর্বোচ্চ ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে থাকে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।

অন্যদিকে সিএসইতে ৩০২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১১৪টির এবং ৪০টির দর অপরিবর্তিত ছিল। দুই সূচকের মধ্যে সিএসসিএক্স ৪৭ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৮৩৫ দশমিক ৭৮ পয়েন্টে ও  সিএএসপিআই ৭৮ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৭১৯ দশমিক ৩৩ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় ২৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৫ কোটি ৭৪ লাখ টাকার।

এমকে


মন্তব্য
জেলার খবর