বঙ্গবন্ধু বায়োপিকে অভিনয় ক্যারিয়ারে অনেক বড় প্রাপ্তি : চঞ্চল চৌধুরী

১৫ জানুয়ারী ২০২১

‘বঙ্গবন্ধু’ বায়োপিকে অভিনয় ক্যারিয়ারে অনেক বড় প্রাপ্তি উল্লেখ করে চঞ্চল চৌধুরী বলেন, কোন চরিত্রে অভিনয় করছি, সেটা বড় কথা নয়। এ সিনেমাটি ইতিহাসের একটি দলিল হয়ে থাকবে। এতে অভিনয়ের মাধ্যমে আমিও ইতিহাসের একটি অংশ হতে পারব।

শেখ লুৎফর রহমান চরিত্রটি ফুটিয়ে তোলা কঠিন ব্যাপার। এর জন্য পরিশ্রম করতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর পরিবারের সদস্য, তাদের জীবনের গল্প-সম্পর্ক এসব নিয়ে প্রধানমন্ত্রী ও শেখ রেহানা আপার সঙ্গে সেশন ছিল আমাদের। প্রায় চারঘণ্টার মতো সময় নিয়ে উনারা আমাদের ব্রিফ করেছেন, জীবনের গল্প শুনিয়েছেন। সেখান থেকে কিছু বিষয়ে আমি ধারণা পেয়েছি।


মন্তব্য
জেলার খবর