৪৫ হাজার বছর আগের আঁকা ছবি

১৫ জানুয়ারী ২০২১

প্রত্নতাত্ত্বিকরা আনুমানিক সাড়ে ৪৫ হাজার বছর আগের আঁকা একটি ছবির সন্ধান পাওয়ার দাবি করেছেন। ইন্দোনেশিয়ার একটি গুহায় আঁকা ছবি পাওয়া গেছে।

দেশটির সুলাওয়েসি দ্বীপের লেয়াং তেডোঙ্গে গুহায় বন্য শূকরের ওই ছবিটি পাওয়া যায়। গাঢ় লাল মেটে রঞ্জক পদার্থ ব্যবহার করে আঁকা সুলাওয়েসি শূকরের প্রমাণ আকৃতির চিত্রটি ওই অঞ্চলে মানুষের বসতি স্থাপনের সবচেয়ে প্রাচীন প্রমাণ হিসেবেও দেখা হচ্ছে।


মন্তব্য
জেলার খবর