সরকারিভাবে টিকাদান শুরুর পর বেসরকারি প্রতিষ্ঠানগুলোও শর্তসাপেক্ষে টিকা দিতে পারবে। এজন্য একটি নীতিমালা তৈরি হচ্ছে।বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সাংবাদিকদের এই কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভ্যাকসিন প্রয়োগ ও বিতরণ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, কীভাবে টিকা দেবে, হিসাব রাখবে; কী দামে দেবে, কোন হাসপাতাল, ডায়াগনোস্টিক সেন্টারের মাধ্যমে ভ্যাকসিন দেওয়া যাবে- এসব বিষয়সহ নীতিমালার মধ্যে সংশ্লিষ্ট সবকিছু থাকবে। তিনি বলেন, অন্তত ১৪-১৫ কোটি ভ্যাকসিন ডোজ রাখার ব্যবস্থা সরকারের হাতে রয়েছে। কাজেই দেশে ৪-৫ কোটি ভ্যাকসিন চলে এলে, সেগুলো সঠিকভাবে প্রয়োগে কোনও সমস্যা হবে না। সরকারি হাসপাতালগুলো থেকেই ভ্যাকসিন দেওয়া হবে।
প্রসঙ্গত, চলতি মাসের ২১-২৫ তারিখের মধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড ভ্যাকসিনটি দেশে আসবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে জাতীয়ভাবে টিকাদান কর্মসূচি শুরু হবে।এমনটাই জানানো হয়েছে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে।
এমআই