সোয়া ৩ লাখ শ্রমিককে বাঁচা‌নোর আকুতি

১৫ জানুয়ারী ২০২১

স্থানীয় গার্মেন্টস শিল্পে জড়িত ৩ লাখ ২৫ হাজার শ্রমিকসহ  তাদের পরিবার-পরিজনকে বাঁচা‌নোর আকুতি জানিয়েছেন কেরানীগঞ্জ ওয়াশিং ফ্যাক্টরি মালিক সমবায় সমিতির নেতারা। এই বিষয়ে প্রধানমন্ত্রী ও বিদুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি)  বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে  সংবাদ সম্মেলনে এই আকুতি জানান।

সংবাদ স‌ম্মেল‌নে বলা হয়, বন্ধ ফ্যাক্টরিগুলো চালু করে বকেয়া উত্তোলনের সুযোগ, শিল্প জোনের ৫০০ কাঠা জমিতে অবিলম্বে গ্যাস, বিদ্যুৎ, সুয়্যারেজ লাইন, রাস্তা-ঘাট ও ইটিপিসহ অন্যান্য সুযোগ-সুবিধা একশ’ ভাগ নিশ্চিত করতে হবে। এসব শ্রমিক ও তাদের পরিবার-পরিজন যেন পথে না বসে,সেজন্য ফ্যাক্টরি স্থানান্তর হওয়ার আগ পর্যন্ত সেগুলো বন্ধ না করা, শিল্প জোনে দ্রুত কারখানা তৈরি করে শ্রমিকদের রুটি রুজির ব্যবস্থা করতে সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদান করতে হবে। 

 

এমআই


মন্তব্য
জেলার খবর