মন্তব্য
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশের কোনও মানুষ ঘর ছাড়া থাকবে না এবং কারও ঘর অন্ধকার থাকবে না। এই লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। এছাড়া বিশেষ এই ক্ষণে দেশে এক কোটির বেশি গাছ লাগানোর কাজ চলছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের ভাতা মোবাইল ফোনে পৌঁছে দেওয়ার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমি দেশের মানুষের সেবক হিসেবে কাজ করবো। আমার দল ও আমি মানুষের সেবক হিসেবে কাজ করে যেতে চাই। এই সময় অসহায় ও গৃহহীনদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
এমআই