দেশীয় সংস্কৃতিতে আকাশ সংস্কৃতির হিংস্র থাবা

১৫ জানুয়ারী ২০২১

দেশের সংস্কৃতিতে হিংস্র থাবা দিয়েছে আকাশ সংস্কৃতি। এতে রীতিমতো হুমকির মুখে পড়েছে দেশীয় সংস্কৃতি। বিষয়টি জানিয়েছেন খোদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাজধানীর গেন্ডারিয়ার ধূপখোলা মাঠে ঘুড়ি উৎসবে এই বিষয়ে কথা বলেন তিনি। ঢাকা সাংবাদিক ফোরাম এই উৎসবের আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, দেশের ঐতিহ্য রক্ষায় আমাদের আবহমান বাংলার সংস্কৃতি ধরে রাখতে হবে। আমাদের দেশে আগে বিয়ে-গায়ে হলুদসহ নানা অনুষ্ঠানে দেশের গানই গাওয়া হতো, আমাদের ছেলেমেয়েরা আবহমান বাংলার সাজসজ্জা নিয়েই হাজির হতো। কিন্তু এখন তা বদলে যাচ্ছে। আমাদের সংস্কৃতির ওপর এই আঘাত অত্যন্ত বেদনাদায়ক। নিজেদের সংস্কৃতিকে আমাদের ধরে রাখতে হবে।

ঢাকা সাংবাদিক ফোরাম’র সভাপতি শামীম সিদ্দিকীর সভাপতিত্বে সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি বেনজীর আহমেদ, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন।

এমআই


মন্তব্য
জেলার খবর