বিধিনিষেধ মেনে চলার আহবান প্রধানমন্ত্রীর

১২ জানুয়ারী ২০২২

করোনার সংক্রমণ রোধে আরোপিত বিধিনিষেধ মেনে চলার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়ছে। সবাইকে অনুরোধ করছি, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক পরে থাকবেন। বুধবার (১২ জানুয়ারি) সড়ক ও জনপথ অধিদফতরের বিভিন্ন প্রকল্পের আওতায় নবনির্মিত বেশ কয়েকটি সড়ক ও একটি সেতু উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ আহবান জানান। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন, ভার্চুয়ালি এগুলো উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস যেন দ্রুত দেশে ছড়াতে না পারে, সে জন্য কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তার বক্তেব্যে নবউদ্বোধন করা সড়ক ও সেতুর সুফলের দিকটাও তুলে ধরেন। বলেন, ২০২২ সাল হবে বাংলাদেশের জন্য যোগাযোগ অবকাঠামো উন্নয়নের এক মাইলফলক বছর। এ বছরে বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন হবে। বছরের শেষ নাগাদ উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেল চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী অক্টোবর মাসে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে চালু হবে দেশের প্রথম টানেল।

এমকে


মন্তব্য
জেলার খবর