মন্তব্য
ভোলা প্রতিনিধি:
ভোলায় ৩২ ব্যারেল চোরাই সয়াবিন (অপরিশুদ্ধ) তেল জব্দ ও ফরহাদ হোসেন (২৩) নামের এক কাভার্ড ভ্যানের চালককে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা । মঙ্গলবার (১ মার্চ) সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে এ তেল জব্দ ও তাকে আটক করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জন বলেন, ভোলার দৌলতখান থেকে ইলিশা ফেরিঘাটে আসা ওই কাভার্ড ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় সেখানে ৩২ ব্যারেল চোরাই সয়াবিন পাওয়া যায়। ভ্যানটির চালকের বিরুদ্ধে ভোলা মডেল থানা মামলা হয়েছে।
কামরুজ্জামান শাহীন/এমকে