গোবর দিয়ে তৈরি রং!

১৫ জানুয়ারী ২০২১

গরুর বর্জ্য দিয়ে তৈরি রং বাজারে এনেছে ভারতের সরকারি সংস্থা খাদি এবং গ্রামীণ শিল্প কমিশন। দাবি করা হচ্ছে, গোবর দিয়ে তৈরি এই রংটি ‘পরিবেশ বান্ধব’। এর নাম দেয়া হয়েছে ‘খাদি প্রাকৃতিক রং’।

খাদি প্রাকৃতিক রং সম্পর্কে বলা হয়েছে, অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যযুক্ত এই রং সম্পূর্ণ পরিবেশ বান্ধব। এতে নেই সীসা, পারদ, ক্রোমিয়াম, আর্সেনিক বা ক্যাডমিয়ামের মতো কোনো বিষাক্ত উপাদান।

রংটি তৈরির প্রধান উপাদান হিসেবে গোবর ব্যবহৃত হলেও বলা হচ্ছে, এই রং সম্পূর্ণ গন্ধহীন। পাশাপাশি এটির উৎপাদন খরচও বাজারের অন্যান্য রংয়ের তুলনায় অনেক কম।

এই সময়


মন্তব্য
জেলার খবর