মন্তব্য
রিচালক ঋভু দাশগুপ্তের ছবি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-এ দেখা মিলবে অভিনেত্রী পরিণীতি চোপড়ার।
ছবিতে একজন মদ্যপ নারীর ভূমিকায় দেখা যাবে পরিণীতি চোপড়াকে। ছবির প্রেক্ষাপট অনুযায়ী, সদ্য চাকরি হারানো মদ্যপ এক ডিভোর্সির ভূমিকায় রয়েছেন তিনি।
যেকোনো লক্ষ্য বা উদ্দেশ্য ছাড়াই একদিন ট্রেনে উঠে পড়ে। আচমকা এটা ঘটনার সম্মুখীন হয় সে।