আমাদের আরো প্রমাণ করার দরকার আছে : নব্যা

১৫ জানুয়ারী ২০২১

অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দা। স্বাস্থ্যবিষয়ক একটি অনলাইন সংস্থা খুলে ফেলেছেন নব্যা। নাম 'আরা হেলথ'। 

নব্যার কথায়, 'যখনই আমদের স্পটলাইটে রাখা হয়, কোনো বিক্রেতা কিংবা ডাক্তার (যদি পুরুষ হয়), যার সঙ্গেই কথা বলি না কেন, আমরা মহিলা সে কথা মাথায় রেখেই তাঁরা কথা বলেন।'

 নব্যা বলেন, 'যখন আপনি কোনো বিষয়ে কারোর সঙ্গে কথা বলতে যাবেন, সেই ব্যক্তি আপনার সম্পর্কে কী ভাবছেন, তা কখনো ভাববেন না। তবে আমার মনে হয়েছে, আমাদের আরো প্রমাণ করার দরকার আছে। কারণ, আমরা যে জায়গায় থাকি, তার বেশির ভাগ অংশই পুরুষ দ্বারা পরিচালিত।'


মন্তব্য
জেলার খবর