ভোক্তা অধিকার ক্ষুন্ন করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা

০২ মার্চ ২০২২

বাগেরহাট প্রতিনিধি: 

বাগেরহাটের রামপালে ভোক্তা অধিকার ক্ষুন্ন করায় তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছে থেকে আদায় করা হয়েছে সব মিলে চার হাজার পাঁচশ’’ টাকা। বুধবার (২ মার্চ)  দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাগেরহাট ফয়লাবাজারে অভিযান পরিচালনাকালে সেখানকার এ তিন ব্যবসায়ী কর্তৃক ভোক্তা অধিকার ক্ষুন্ন করার প্রমাণ পায়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাগেরহাটের জেলা সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৩৭ ধারা অনুযায়ী  দুই ব্যবসায়ীকে ১ হাজার করে মোট ২ হাজার এবং ৪৩ ধারা অনুযায়ী ১ ব্যবসায়ীকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে ৷  এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালে র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ৷

অমিত পাল/এমকে

 


মন্তব্য
জেলার খবর