ইভাঙ্কার বাসার টয়লেটে বাড়তি ব্যয় লাখ ডলার

১৫ জানুয়ারী ২০২১

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা এবং তার স্বামী জ্যারেড কুশনার একটি বাড়ি কিনেছেন কালোরামায়। বিশাল ওই বাড়িতে রয়েছে অন্তত ছয়টি টয়লেট। কিন্তু সেগুলোর একটিতেও নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস এজেন্টদের ঢুকতে দেন না ট্রাম্পকন্যা।

প্রকৃতির ডাকে সাড়া দিতে ইভাঙ্কার বাড়ির সিক্রেট সার্ভিস এজেন্টরা প্রথমদিকে পাশে থাকা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বাসভবন এবং একটু দূরে বর্তমান ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের বাসার বাথরুম ব্যবহার করতেন।

পরে তাদের একটি ভ্রাম্যমাণ টয়লেট (পোর্টা-পটি) দেয়া হয়। এসবের জন্য টাকা গুনতে হয়েছে মার্কিনি করদাতাদেরই। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার ইভাঙ্কা পরিবারের এক প্রতিবেশীর কাছ থেকে টয়লেটসহ একটি বেসমেন্ট স্টুডিও ভাড়া নিয়ে প্রতিমাসে তিন হাজার ডলার করে এপর্যন্ত অন্তত এক লাখ ডলার খরচ করেছে।

ওয়াশিংটন পোস্ট ও এনডিটিভি


মন্তব্য
জেলার খবর