একাধিক বিয়ে করতে গিয়ে তালেবান নেতারা প্রচুর অর্থ নষ্ট করছেন, যার কারণে বিভিন্ন গ্রুপের নেতা ও কমান্ডারদের অপ্রয়োজনীয় বহুবিবাহ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতা মোল্লা হাইবাতুল্লাহ। তিনি বলেন, সব নেতা ও কমান্ডাররা যদি বহুগামিতা এড়িয়ে চলেন, তাহলে হয়তো তাদের দুর্নীতিতে জড়ানোর দরকার হবে না।
এ বিষয়ে সম্প্রতি একটি ফরমান জারি করেছেন তালেবান প্রধান। এতে বলা হয়েছে, দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বিয়েকে পুরোপুরি নিষিদ্ধ করা হচ্ছে না। তবে বিয়ের উৎসবে যে পরিমাণ অর্থ খরচ করা হয়, তাতে তালেবান প্রতিপক্ষদের সমালোচনার সুযোগ করে দেয়া হচ্ছে।
ফরমানে বলা হয়েছে, যেসব পুরুষের ঘরে সন্তান নেই বা আগের যেকোনও বৈবাহিক সম্পর্ক থেকে ছেলে সন্তান নেই, যারা বিধবাকে বিয়ে করছেন, কিংবা যাদের একাধিক স্ত্রীর ভরণপোষণ দেয়ার ক্ষমতা রয়েছে- তারা বহুবিবাহ করতে পারবে।
বিবিসি বাংলা