‘মা বলতেন অকর্মা, আমাকে দিয়ে কিছু হবে না’

১৬ জানুয়ারী ২০২১

 ‘তুই অকর্মার ঢেঁকি, তোকে দিয়ে কিছু হবে না। অমুকের মেয়ের পা ধোয়া পানি খা গিয়ে’- মা আঙ্গুরা বেগমের এসব কথা শুনতে শুনতেই ছোটবেলার বেশিরভাগ সময় পার করেছেন সাতক্ষীর সদরের দহকোলা গ্রামের শিরিন আক্তার।

যিনি ৭ বছর ধরে দেশের দ্রুততম মানবীর খেতাব ধরে আছেন। বছরের পর বছর চ্যাম্পিয়ন হওয়ায় শিরিনের মা এখন বলেন, ‘তুই তো আমার সোনার মেয়ে।’

২০১৪ সালে প্রথমবারের মতো দেশের দ্রুততম মানবী হওয়ার পর আর পেছনে তাকাননি শিরিন। এক এক করে মোট ১১ বার জিতেছেন মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের স্বর্ণ। সর্বশেষ জিতলেন শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪৪তম জাতীয় চ্যাম্পিয়নশিপে।


মন্তব্য
জেলার খবর