তিনের ঘরে শনাক্তের হার

০২ মার্চ ২০২২

বুধবার (২ মার্চ) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে আটজন করোনা রোগী মারা গেছেন। পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৭৩২ জনের নমুনায়। শনাক্তের হার তিন দশমিক ২২।মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন চার হাজার ৮২৪ জন। বুধবার বিকালে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মোট ১৯ লাখ ৪৫ হাজার ১০৮ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৫৩ জন। ১৮ লাখ ২৬ হাজার ৯৪৯ জন সুস্থ হয়েছেন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৪ লাখ ৪৭ হাজার ৮৭২টি। শনাক্তের হার ১৪ দশমিক ৪৬।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহিত হয়েছে ২২ হাজার ৭২৭টি, পরীক্ষা হয়েছে ২২ হাজার ৭১৬টি। মারা যাওয়া আটজনের মধ্যে পুরুষ তিন জন, নারী পাঁচ জন। বিভাগের মধ্যে ঢাকার তিনজন, বরিশাল আর রংপুরে দুজন করে ও রাজশাহীর  একজন। পাঁচজন সরকারি হাসপাতালে আর বাকি তিনজন বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর