নির্বাচনে সন্ত্রাস ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে

১৬ জানুয়ারী ২০২১

দেশে চলমান নির্বাচনে সন্ত্রাস ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। বলেছেন, গণতান্ত্রিক পরিবেশে এই হত্যাযজ্ঞ মেনে নেওয়া যায় না। নির্বাচনে সন্ত্রাস রোধে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

শুক্রবার (১৫ জানুয়ারি) দলটির চেয়ারম্যান জি এম কাদেরের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় এসব কথা বলেন। ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এই মাহফিল হয়।

জাপা মহাসচিব আরও বলেন, দেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন বেড়ে গেছে। সরকার নারী ধর্ষণ প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন করলেও ধর্ষণ কমেনি। আমরা চাই আইনের শাসন নিশ্চিত হোক।

দোয়া মাহফিলে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, মীর আবদুস সবুর আসুদ, হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন, অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূইয়া,  প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার এমপি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

এমআই


মন্তব্য
জেলার খবর